mail.google

মোহাম্মাদ মানিক হোসেন, চিরিরবন্দর(দিনাজপুর) প্রতিনিধি:

আসন্ন ঈদ উপলক্ষে দিনাজপুরের চিরিরবন্দরে ১৫ হাজার ৭১২ জন দুস্থ্যকে ভিজিএফের ১৫৭ দশমিক ১২০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। জনপ্রতি ১০ কেজি হারে উপজেলার ১২ ইউনিয়নে এ চাল বিতরণ করা হয়। উপজেলা ত্রান ও পূনর্বাসন কার্যালয় সুত্রে জানা গেছে, উপকারভোগীর আনুপাতিক হারে ১নং নশরতপুর ইউনিয়নে ৯০৭ জনকে ৯ হাজার ৭০ কেজি, ২নং সাতনালা ইউনিয়নে ৮৫৬ জনকে ৮ হাজার ৫৬০ কেজি, ৩নং ফতেজংপুর ইউনিয়নে এক হাজার ৩৯৯ জনকে ১৩ হাজার ৯৯০ কেজি, ৪নং ইসবপুর ইউনিয়নে এক হাজার ৪১৩ জনকে ১৪ হাজার ১৩০ কেজি, ৫নং আব্দুলপুর ইউনিয়নে এক হাজার ৯১৫ জনকে ১৯ হাজার ১৫০ কেজি, ৬নং অমরপুর ইউনিয়নে এক হাজার ৪৭০ জনকে ১৪ হাজার ৭’শ কেজি, ৭নং আউলিয়াপুকুর ইউনিয়নে এক হাজার ৬০৫ জনকে ১৬ হাজার ৫০ কেজি, ৮নং সাইতাড়া ইউনিয়নে এক হাজার ৫১৩ জনকে ১৫ হাজার ১৩০ কেজি, ৯নং ভিয়াইল ইউনিয়নে এক হাজার ৬২১ জনকে ১৬ হাজার ২১০ কেজি, ১০নং পুনট্টি ইউনিয়নের এক হাজার ৬৮০ জনকে ১৬ হাজার ৮০০ কেজি, ১১ তেঁঁতুলিয়া ইউনিয়নে ৭১৬ জনকে ৭ হাজার ১৬০ কেজি ও ১২নং আলোকডিহি ইউনিয়নে ৬১৭ জনকে ৬ হাজার ১৭০ কেজি চাল নিজনিজ ইউনিয়ন পরিষদের মাধ্যমে বিতরণ করা হয়। ১০নং পুনট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর-এ কামাল জানান, ঈদকে সামনে রেখে সরকারের দেয়া ভিজিএফ এর চাল সুষ্ঠুভাবে বিতরণ করা হয়েছে উপকারভোগীদের মাঝে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *