মোহাম্মাদ মানিক হোসেন চিরিরবন্দর(দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুর চিরিরবন্দরে ফতেজংপুর ইউনিয়নের মৃত সমসের মেকারের পূত্র মো: খতিব সুদারু (৫৫) কে কুপিয়ে হত্যা করেছে দূবৃত্তরা। গতকাল শনিবার রাত আনুমানিক ৮ টায় বিন্যাকুড়ি থেকে মোটরসাইকেল যোগে বেকিপুল আসার পথে কামারের ডাঙ্গা নামক স্থানে কালর্ভাটের কাছে তাকে দূবৃত্তরা আটক করে ধারালো অস্ত্র দিয়ে জখম করে। মৃত ভেবে ফেলে রেখে যায় । পরে পথচারীরা তাকে উদ্ধার করে চিরিরবন্দর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, তাকে ধারালো অস্ত্র দিয়ে তার গলা, মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে জখম করে কুপিয়ে হত্যা করা হয়েছে। চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হারেসুল ইসলাম ঘটনার সত্যাতা নিশ্চিত করেন । তবে এ সংবাদ লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।