মোহাম্মদ মানিক হোসেন চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি ঃ
দিনাজপুরের চিরিরবন্দরে কোচিং চলাকালীন কোচিং সেন্টার হতে আটক ৫ শিক্ষককে মুচলেকা নিয়ে ছাড় দিয়েছে উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম রব্বানী। সুত্র জানায়, প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সরকার এস,এস,সি পরীক্ষা চলাকালীন দেশের সকল কোচিং সেন্টার বন্ধের ঘোষনা করলেও সরকারের এ ধরনের পদক্ষেপকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে চিরিরবন্দর উপজেলার বেশ কিছু কোচিং সেন্টার বহাল তবিয়তে চলার খবরে আজ মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম রব্বানী বেশ কিছু কোচিং সেন্টারে অভিযান চালিয়ে পরিচালকসহ ৫ শিক্ষককে আটক করে নিজ কার্যালয়ে নিয়ে যায়। আটককৃতরা হলেন ফরিদুল বিদ্যা নিকেতনের পরিচালক ও শিক্ষক রবিউল ইসলাম, ফ্রেন্ডস কোচিং সেন্টারের পরিচালক জুবায়ের আলম, শিক্ষক সামসুল আলম ও হাবিবুর রহমান ও সানলাইট কোচিং সেন্টারের শিক্ষক আল আমিন। পরে আটককৃতদের পরীক্ষা চলাকালীন কোচিং করাবেনা মর্মে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।