মোহাম্মাদ মানিক হোসেন চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি ঃ
দিনাজপুরের চিরিরবন্দরে একটি খামার হতে ৭’শ হাঁস চুরির ঘটনা ঘটেছে। ৮ ডিসেম্বর রবিবার দিবাগত রাতে উপজেলার হযরতপুর গ্রামের মা হাঁস খামারে এ ঘটনা ঘটে।
জানাগেছে ১৫ হতে ১৬ জনের একটি চোর চক্র খামারের দরজা ভেঙ্গে খামার তত্বাবধায়ক হাসান আলীর হাত পা বেঁধে মুখে কাপড় ঢুকিয়ে খুটির সাথে বেঁধে রাখে। পরে হাঁস গুলো বস্তা বন্দি করে নিয়ে পালিয়ে যায়। যার বাজার মূল্য প্রায় ৪ লক্ষাধিক টাকা।
এ ব্যাপারে খামার মালিক মো. শরিফুল ইসলাম চিরিরবন্দর থানায় মৌখিকভাবে অবগত করেছেন। শরিফুল জানান, তার খামারের সাফল্য দেখে হয়তো ঈশ্বান্বিত হয়ে কেউ এ ঘটনা ঘটিয়েছে। চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার জানান, চুরির বিষয়ে অবগত হয়েছি তবে এখন পর্যন্ত খামারের কেউ লিখিত অভিযোগ করেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *