মোহাম্মাদ মানিক হোসেন,চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের চিরিরবন্দরে বাবার বাড়ীর গোয়াল ঘরে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে দুই সন্তানের জননী ফয়জুন নেছা (২৫)। ফয়জুন নেছার স্বামীর বাড়ী জেলার বিরল উপজেলার কানাইবাড়ী গ্রামে। ১০ জানুয়ারী বুধবার ১১টায় উপজেলার খোচনা গ্রামের রিফুজি পাড়ায় এ ঘটনা ঘটে। এলাকাবাসী ও পুলিশ জানায়, সকালে তার মা গোয়াল ঘরে খড় আনতে গিয়ে ফয়জুনের ঝুলন্ত লাশ দেখে চিৎকার দেয়। পরে চিরিরবন্দর থানায় সংবাদ দিলে পুলিশ দুপুরে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারের পর সুরতহাল করে। পরিবারের লোকজন জানায় দীর্ঘদিন ফয়জুন দুরারোগ্য ব্যধিতে ভুগছিল বলে মনের ক্ষোভে হয়তো গলায় রশি দিয়েছে। এ ব্যাপারে চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ হারেসুল ইসলাম জানান, বিষয়টি থানায় ইউডি মামলাভুক্ত করা হয়েছে।