মোহাম্মাদ মানিক হোসেন, চিরিরবন্দর প্রতিনিধিঃ দিনাজপুর চিরিরবন্দরে ২০০ গ্রাম গাঁজাসহ ১ গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে দশমাইল হাইওয়ে থানা পুলিশ। পুলিশ জানায়, গতকাল বুধবার দুপুরে উপজেলার ফতেজংপুর ইউনিয়নের পাইকারপাড়া গ্রামের মো: নজরুল ইসলাম এর পুত্র জাহাঙ্গীর ইসলাম (২৮)কে দেবীগঞ্জ বাজার হতে গোপন সংবাদ এর বৃত্তিতে ফয়চালের দোকানে অভিযান চালালে জাহাঙ্গীরকে ২০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দশমাইল হাইওয়ে থানার ওসি আব্দুল মালেক জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে।