mail-google

মোহাম্মাদ মানিক হোসেন চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের চিরিরবন্দরে রাণীরবন্দরে ভ্রাম্যমান আদালত মটরযান অধ্যাদেশ অপরাধ,পাটজাত দ্রব্য ব্যবহার,ভোক্তা অধিকার সংরক্ষন আইনে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে মাংস বিক্রিতা,চাউল ব্যবসায়ী সহ ১৫ জনকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জানা গেছে ,গতকাল সোমবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পযন্ত চিরিরবন্দর রাণীরবন্দরে বিভিন্ন জায়গায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: গোলাম রব্বানী ভ্রাম্যমান আদালত পরিচালনা করে।

এ সময় রাণীরবন্দর সুইহারী বাজারের কংগ্রেস মাদ্রাসা হাইওয়ে মোড়ে অভিযান চালিয়ে ১৯৮৩ এর ১৫১ ধারায় মটরযান অধ্যাদেশ অপরাধে ট্রাক চালক শাহীনুর ইসলাম কাছ থেকে ১ হাজার টাকা, মানিক পিকাপ ভ্যান ১ হাজার টাকা,শরিফত ট্রাক চালক দেড় হাজার টাকা,মিন্টু পিকাপ সৈয়দপুর ১ হাজার টাকা,মোজাম্মেল পিকাপ চিরিরবন্দর ১ হাজার টাকা,মমিনুল ট্রাক চিরিরবন্দর ১ হাজার টাকা,নুরআলম পিকাপ সৈয়দপুর ২ হাজার টাকা,আবু সাহিদ পিকাপ ৫শত টাকা,তোবারক ট্রাক বগুড়া ১ হাজার টাকা ,রতন পিকাপ ঢাকা ২ হাজার টাকা ও পাটজাত দ্রব্য ব্যবহার আইনে ২০১০ এর ১৪ ধারায় প্লাস্টিক বস্তা ব্যবহারে রাণীরবন্দর চাউল ব্যবসায়ী নজরুল ইসলামের কাছ থেকে ১ হাজার টাকা,পরিতষ রায় ১ হাজার টাকা সহ মাংস বিক্রিতা রিয়াজুল ইসলাম ওজনে কম দেয়ার অপরাধে ৫ শত টাকা জরিমানা আদায় করা হয়। এসময় তিনি এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।

ভ্রাম্যমান আদালত অভিযানে এ সময় উপস্থিত ছিলেন, দশমাইল হাইওয়ে থানার সাজেন্ট মো: সারোয়ার ইসলাম, চিরিরবন্দর থানার এসআই আতোয়ার সহ পুলিশের একটি দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন