মোহাম্মাদ মানিক হোসেন চিরিরবন্দর(দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের চিরিরবন্দরে ট্রেনে কাটা পড়ে কাঁচামাল ব্যবসায়ী আব্দুল খালেক (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। চিরিরবন্দর রেল স্টেশন মাস্টার শহিদুল ইসলাম এ খবর নিশ্চিত করেছেন। ১৯ জুন সোমবার দুপুর ১২টায় বিরল স্টেশন হতে ছেড়ে আসা বুড়িমারীগামী কমিউটার একপ্রেস ট্রেন চিরিরবন্দর রেল স্টেশনের ১০০ গজ পশ্চিমে রেল বাজারের কাছে পৌছলে কাঁচামাল ব্যবসায়ী আব্দুল খালেক ট্রেনের নীচে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। মৃত খালেক চিরিরবন্দর এল,এস,ডি গোডাউন পাড়ার মৃত খতিব উদ্দীনের পুত্র। ##