মোহাম্মাদ মানিক হোসেন চিরিরবন্দর(দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের চিরিরবন্দরে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে তাহমিত হাসান (৫) নামে এক ছেলে শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রবিবার দুপুর আড়াইটার দিকে চিরিরবন্দর উপজেলার সাতনালা ইউনিয়নের কদমতলী গ্রামের বাঘাপন্ডিত পাড়ায় এ ঘটনাটি ঘটে।
নিহত তাহমিত হাসান চিরিরবন্দর উপজেলার সাতনালা ইউনিয়নের কদমতলী গ্রামের বাঘাপন্ডিত পাড়ার মো. মহাসিন হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, ওই সময় শিশু তাহমিত হাসান অন্যান্য শিশুদের সাথে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর তার মরদেহ ওই পুকুরের পানিতে ভেসে ওঠে।