মোহাম্মাদ মানিক হোসেন চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের চিরিবন্দরের বন্ধের দিন শুক্রবার ও শনিবারও সেবা পাচ্ছে ভুমি অফিসের গ্রাহকরা । সহকারী ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) ইতিমধ্যে কর্তব্যপরায়নতার জন্য বেশ জনপ্রিয় ও আলোচিত হয়ে উঠেছেন।সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বিভিন্ন পদক্ষেপও হাতে নিয়েছেন। মানুষ যেন নিজের জমির হিসেবে নিকেশ নিজেই বুঝেন এ নিয়ে সম্প্রতি আপনার ভিটেমাটি নামে এক প্রকল্পও হাতে নিয়েছেন। স্কুলে গিয়ে গিয়ে ছাত্রছাত্রীদের এ বিষয়ে ক্লাসও নিচ্ছেন । এভাবে তিনি মানুষের কর্তব্যের প্রতি নিষ্ঠার উদাহরণ স্থাপন করেছেন।
সহকারী কমিশনার(ভুমি) মো: মাশফাকুর রহমান জানান, ১ অগাস্ট ২০১৬ থেকে আজ পর্যন্ত আমি অফিসে থাকা কালিন আমার কক্ষের দরজা ও পর্দা এক মিনিটের জন্য বন্ধ হয়নি। আমার রুমে ঢুকতে কোন অনুমতি প্রয়োজন হয়না। শুক্রবার ও শনিবারেও আমার অফিস খোলা থাকে। আমার সাথে কথা বলা মানুষের অধিকার বলে আমি মনে করি।
সরেজমিনে গত শুক্রবার সকাল ১০টায় ভুমি অফিসে গেলে এসিল্যান্ডের দেখা মেলে তিনি তার অফিসে কাজ করছেন। দেখা মেলে ৬০ বছরের সেবা গ্রহনকারী এক বৃদ্ধর । তিনি জানায় আমি জমি কিনবো কাগজগুলো ঠিক আছে কিনা তা ভুমি অফিসে দেখাতে নিয়ে আসছি। অফিসের প্রধান ফটক খোলা দেখে বাসা থেকে কাগজ নিয়ে দেখাতে আসি ভুমি অফিসে। কিন্তু আমার মনে ছিলো না আজ শুক্রবার । গতকাল শনিবার সকাল ১১টায় আবারো ভুমি অফিসে গেলে দেখা যায় গ্রাহকদের সেবা প্রদান করছেন ভুমি অফিসার মো: মাশফাকুর রহমান।
এ ব্যাপারে চিরিরবন্দর উপজেলা ভূমি অফিসে কমরত নাম প্রকাশে অনিচ্ছুক কর্মচারীর সাথে আলাপকালে তিনি জানান, স্যার সরকারী আইনের বাইরে কোন কাজ করেন না। তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় আজ উপজেলা ভূমি অফিস প্রাণ ফিরে পেয়েছে। তিনি সরকারী নীতিমালার আলোকে জনকল্যাণের কাজ করার দৃঢ় প্রত্যয় নিয়ে সাহসের সাথে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। তবে সকলের সহযোগিতা পেলে আরো ভালো কিছু সম্ভব।