মোহাম্মাদ মানিক হোসেন, চিরিরবন্দর(দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের চিরিরবন্দরে বিদ্যুতায়িত হয়ে এন্তাজুল হক (২৮) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, গতকাল ২২ মার্চ বুধবার দুপুর সাড়ে ১২টায় চিরিরবন্দর মাঝাপাড়া গ্রামের সৌদি আরব প্রবাসি মোতাহার হোসেনের বাসায় রাজমিস্ত্রির কাজ করার সময় বাসার উপর দিয়ে যাওয়া ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসা মাত্রই বিদ্যুতায়িত হয়ে মারা যায়। মৃত এন্তাজুল উপজেলার আব্দুলপুর হাজিপাড়ার সাইদুর রহমানের পুত্র বলে জানা গেছে।