chirirbandar-photo-22-03-2017

মোহাম্মাদ মানিক হোসেন চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের চিরিরবন্দরে বিশ্ব পানি দিবসের র‌্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানীর সভাপতিত্বে আলোচনাসভায় উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান, মাধ্যমিক শিক্ষা অফিসার মঞ্জুরুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, খাদ্য নিয়ন্ত্রক আবু হেনা মোস্তফা কালাম, পরিসংখ্যান কর্মকর্তা আজাদুল আখতার, চিরিরবন্দর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণপদ রায়সহ রাজনৈতিক নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, পানির স্তর ক্রমান্বয়ে নীচে নামছে তাই পানির সঠিক ব্যবহার নিশ্চিত করতে না পারলে উত্তরাঞ্চলসহ সারা দেশে বিপর্যয় নেমে আসবে। এ ব্যাপরে সকলকে আন্তরিক হতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন