মোহাম্মাদ মানিক হোসেন চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে মোটর সাইকেলের ধাক্কায় আব্দুল গফুর মুন্সী (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। নিহত গফুর মুন্সী উপজেলার কমলপুর তাজপুর গ্রামের মৃত সাইমুল্লা মুন্সীর পুত্র । এলাকাবাসী সুত্রে জানা গেছে, গত ১২ মার্চ রোববার রাত ১০ টায় দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের মুসা শাহ মোড় নামক স্থানে রাস্তা পারাপারের সময় আমতলী বাজার হতে মোটর সাইকেল যোগে আসা বিশ্বনাথপুর গ্রামের মুক্তিযোদ্ধা আব্বাস আলীর পুত্র শাহজাহান আলীর মোটর সাইকেলের ধাক্কায় গফুর মুন্সী গুরুতর আহত হয়। তৎক্ষনিক স্থানীয় লোকজন আহত গফুর মুন্সীকে দিমেক হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ ব্যাপারে চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ হারিসুল ইসলামের সাথে কথা হলে তিনি বিষয়টি অবগত নন বলে জানান।