মোহাম্মদ মানিক হোসেন, চিরিরবন্দর(দিনাজপুর) প্রতিনিধি:
চিরিরবন্দরে সারা দেশের ন্যায় চিরিরবন্দরে যথাযোগ্য মর্যাদায় ও জাঁকজমকপূর্ণ ভাবে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপিত হয়েছে।
শনিবার সকালে চিরিরবন্দর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে চিরিরবন্দর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে কুজকাওয়াজ ও সালাম গ্রহণ করেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এম.পি, উপজেলা নির্বাহী অফিসার ফিরোজ মাহমুদ ও অফিসার ইনচার্জ আনিছুর রহমান।
দিবসটি উপলক্ষে রাত ১২ টা ১ মিনিটে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, চিরিরবন্দর প্রেসক্লাব, শিল্পকলা একাডেমী, উপজেলা পরিষদ, পল্লী বিদ্যুৎ সমিতি, বিএনপি, আওয়ামীলীগ, জাতীয় পার্টি, স্টার ক্লাব, সিটি রেসিডেন্সিয়াল মডেল স্কুল, আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সর্বস্তরের জনগন বীর শহীদদের স্মরণে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
সকাল ১১ টায় বঙ্গবন্ধু হলে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান শেষে চিত্রাংকন,ক্রীড়া প্রতিযোগিতা, কুজকাওয়াজ ও ডিসপ্লেতে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। বিকেলে মুক্তিযোদ্ধা বনাম সরকারি কর্মকর্তাদের মধ্যে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।