মোহাম্মাদ মানিক হোসেন চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি ঃ
দিনাজপুরের চিরিরবন্দরে বন্যা পরবর্তী পূনর্বাসন কর্মসূচী (পিএফআরপি) আওতায় ক্ষতিগ্রস্ত ৬৩১ পরিবারের মাঝে নগদ একহাজার করে টাকা বিতরণ করেছে বে-সরকারী সংস্থ্যা নর্দান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এনডিএফ) ইন্টিগ্রেটেড প্রোগ্রাম ফর কমিউনিটি ক্যাপাসিটি বিল্ডিং (আইসিসিবি)। গতকাল ১ মার্চ বৃহস্পতিবার সকাল ১১টায় চিরিরবন্দর এনডিএফ কার্যালয়ের সামনে গত বছরের আগষ্ট মাসের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত উপজেলার আব্দুলপুর, অমরপুর, আউলিয়াপুকুর, সাইতাড়া, ভিয়াইল ও পুনট্টি ইউনিয়নের মোট ৬৩১ ক্ষতিগ্রস্ত পরিবারের কৃষি পুনর্বাসনে শষ্য চাষাবাদের জন্য ৬ লাখ ৩১ হাজার টাকা বিতরণ করা হয়। এসময় এনডিএফ এর সভাপতি নির্মল সরেন, আব্দুলপুর ইউপি সদস্য নুরুল আমিন শাহ, সাংবাদিক দেলোয়ার হোসেন বাদশা, ফাউন্ডেশনের দিনাজপুরের আভ্যন্তরীন নিরীক্ষক সত্যেন্দ্র নাথ রায়, এনডিএফ চিরিরবন্দর শাখার ইউনিট ম্যানেজার আব্দুস সামাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *