কুড়িগ্রাম প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামীলীগ চিলমারী উপজেলা শাখার উদ্যোগে কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা পরিষদ উপ-নির্বাচন উপলক্ষে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা আ’লীগের সাধারন সম্পাদক মো.আমান উদ্দিন আহমেদ মঞ্জু। উপজেলা আ’লীগের সহ-সভাপতি অধ্যক্ষ
মো.জাকির হোসেনের সভাপতিত্বে বিশেষ বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,রৌমারী উপজেলা আ’লীগ সভাপতি ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো.জাকির হোসেন এমপি এবং জেলা আ’লীগ সাংগঠণিক সম্পাদক আবুল কালাম আজাদ। বক্তব্য রাখেন,উপজেলা আ’লীগ সহ-সভাপতি ও চেয়ারম্যান পদ প্রার্থী (নৌকা প্রতীক)মো.সোলায়মান আলী সরকার,ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক
রেজাউল করিম লিচু,যুগ্ম সাধারন সম্পাদক আবু হানিফা রঞ্জু প্রমুখ। সভায় বক্তারা আসন্ন উপজেলা পরিষদ উপ-নির্বাচনে চেয়াম্যান পদে আওয়ামীগের নৌকা মনোনিত প্রার্থী সোলায়মান আলী সরকারকে ভোট দিয়ে নির্বাচিত করার অনুরোধ জানান।