রফিকুল হায়দার,কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের চিলমারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২২ উদযাপন উপলক্ষে র্যালি, আলোচনা সভা এবং ভূমিকম্পন ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘দুর্যোগে আগাম সতর্ক বার্তা সবার জন্য কার্যব্যবস্থা’ প্রতিপাদ্যকে সামনে রেখে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোছাঃ আছমা বেগম চৌধুরী, ভাইস চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান আজাদ জামান, অফিসার ইনচার্জ মোঃ আতিকুর রহমান, থানাহাট ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মিলন, রমনা মডেল ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম আশেক আকা, উপজেলা প্রাণীসম্পদ অফিসার মোহাম্মদ রাশিদুল হক, উপ-সহকারী প্রকৌশলী মোঃ আতিকুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।
পরে চিলমারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ভূমিকম্পন ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া প্রদর্শণ করে। অনুষ্ঠানটিতে সার্বিক সহযোগিতা করেন, বেসরকারী উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ, ফ্রেন্ডশিপ, আরডিআরএসের সংগ, কেয়ার বাংলাদেশ ও সমাজ উন্নয়ন কর্ম সংস্থা।