কুড়িগ্রাম প্রতিনিধিঃ
মুজিববর্ষের প্রস্তুতি জোরদার করি দূর্যোগ প্রস্তুতি – এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের চিলমারীতে বুধবার সকাল ১১টায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বরে দূর্যোগ মোকাবিলায় মহড়া অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান আজাদ জামান, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম লিচু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পি আইও) মোঃ কোহিনুর রহমান, চিলমারী মডেল থানার এস আই মিতু আহম্মেদ প্রমূখ।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।