কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারী উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা মাহফুজা হোসেন শিল্পীর (৫৫) দাফন সম্পন্ন হয়েছে।
রবিবার (১২ জুন) সকাল ১০ টায় রমনা ইউনিয়নের রমনা মিস্ত্রীপাড়া ঈদগাহ মাঠে নামাজে জানাযা শেষে কবর স্থানে তাকে দাফন করা হয়।মাহফুজা হোসেন শিল্পী বুধবার থেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শনিবার রাত ৮টায় রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।তিনি স্বামী ও দুই পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি উদ্দীপনের সাবেক পরিচালক ও পল্লী বিকাশ কেন্দ্রের বর্তমান পরিচালক সওকত হোসেন তালুকদারের সহধর্মিনী।
তার মৃত্যুতে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতা কমীরা পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।