নাজমুল হুদা পারভেজ ঃ
গতকাল সমবার কুড়িগ্রাম জেলার চিলমারীতে উপজেলা পর্যায়ে জাতীয় তথ্য বাতায়ন বিষয়ক দুদিন ব্যাপী কর্মশালা শুরু হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন,এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রকল্পের প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) ডঃ দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।
সকালে এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রকল্পের সহযোগিতায় উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠনে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান। বিভিন্ন সরকারি দপ্তরের তথ্যাদি আপডেট কি ভাবে করতে হবে সে বিষয়ে কর্মশালায় প্রশিক্ষণ দেয়া হয়। কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তরের কমকর্তাগণ উপস্থিত আছেন। আগামী কাল কর্মশালা শেষ হবে।