কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ২১০জন
শিক্ষার্থী। উপজেলায় ২৭টি মাধ্যমিক বিদ্যালয় ও ২৩ মাদ্রাসা মিলে মোট ৪০টি
প্রতিষ্ঠানে মোট ১হাজার ৯৮০জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে এর
মধ্যে জিপিএ-৫অর্জন করে ২১০জন শিক্ষার্থী।
জানাগেছে,গত ১৫সেপ্টেম্বর তারিখে দুইটি মাধ্যমিক বিদ্যালয় ও ১টি মাদ্রাসে
কেন্দ্রে মোট ৪০টি প্রতিষ্ঠানের শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে। এদের
মধ্যে স্কুল শাখায় ১৩৬জন,ভকেশনাল শাখায় ৪৮জন ও মাদ্রাসা কেন্দ্রে ২৬জন
মিলে মোট ২১০জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করে। জিপি-৫প্রাপ্ত শিক্ষা
প্রতিষ্ঠান হলো-থানাহাট বালিকা উচ্চ বিদ্যালয়ে ৬৩জন, থানাহাট পাইলট
সরকারী উচ্চ বিদ্যালয়ে ৩৫জন,বালাবাড়ীহাট বিএল উচ্চ বিদ্যালয়ে
৩৭জন,শরীফেরহাট এমইউ উচ্চ বিদ্যালয়ে ২৩জন, বালাবাড়ীহাট বালিকা উচ্চ
বিদ্যালয়ে ৬জন,বজরা তবকপুর উচ্চ বিদ্যালয়ে ৩জন,চিলমারী উচ্চ বিদ্যালয়ে
২জন,ফকিরেরহাট উচ্চ বিদ্যালয়ে ১১জন মিলে মোট ১৮৪জন ও মাদ্রাসা কেন্দ্র
থেকে বিভিন্ন মাদ্রাসায় ২৬ জনসহ মোট ২১০জন শিক্ষার্থী জিপিএ-৫ পায়।
শপথ নিলেন নবনির্বাচিত চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান