কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে সবুজপাড়া পাঠাগারের উদ্যোগে জনসাধারণকে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা করতে জীবানুনাশক ঔষধ স্প্রে করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে উপজেলার সবুজপাড়া এলাকার বিভিন্ন রাস্তার মোড়,গলিপথ ও বাড়ী-বাড়ী গিয়ে ওই পাঠাগারের সদস্যদের জীবানুনাশক ঔষধ স্প্রে করে। এছাড়াও করোনা ভাইরাস সংক্রমণ থেকে সচেতনের জন্য রাস্তার মোড়ে মোড়ে সচেতনতামূলক প্রচারনা চালায় তারা। এসময় উপস্থিত ছিলেন, সংস্থাটির সভাপতি আরাফাত হোসেন আরমান, সদস্য মেহেদী হাসান, আল ইমরান,ফরিদুর রহমান,রেজদওয়ানুল ইসলাম,আতিক সুজন,হাসান ইমাম সৌরভ,আরিফ,সৌমিক,আলম,আবির,আনহু প্রমুখ। আল ইমরান বলেন,যুব সমাজ নিজ নিজ পাড়ায় কাজ করলে গোটা বাংলাদেশ করোনা মুক্ত হবে, সে লক্ষে আমরা কাজ করে যাচ্ছি।রাস্তা ও বাড়ীতে জীবনুনাশক ঔষধ স্প্রেসহ আমাদের সচেতনতামুলক কর্মকান্ড একটি চলমান প্রক্রিয়া।
মমিনুল ইসলাম বাবু
কুড়িগ্রাম
০১৭২৫৯৩৩১৮৯