কুড়িগ্রাম প্রতিনিধি:-
“জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান” স্লোগানকে সামনে রেখে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে মৌন মিছিল ও মানববন্ধন করেছে চিলমারী উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে শনিবার সকালে উপজেলা নির্বাহী অফির্সা এ ডব্লিউ এম রায়হান শাহ, এর নেতৃত্বে মৌন মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদের সামনে মানববন্ধনে অংশ নেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন সমাজ সেবা অফিসার লুৎফর রহমান, উপজেলা শিক্ষা অফিসার আবু সালেহ, মৎস অফিসার বদিউজ্জামান রানা, সহকারী প্রোগ্রামার মাহমুদুল হাসান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার জাহিদুল ইসলাম, প্রধান শিক্ষক কামরুল আহসান মিজান,আনিছুর রহমান প্রমুখ।