চিলমারীতে কারিতাসের জলবায়ু ও কৃষি মেলা অনুষ্ঠিত হয়েছে।
নাজমুল হুদা পারভেজঃ
আজ কুড়িগ্রামর চিলমারীতে কারিতাসের উদ্যেগে জলবায়ু ও কৃষি মেলা অনুষ্ঠিত হয়েছে।
সকালে উপজেলার রানীগঞ্জ মদনমোহন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে দু’দিনব্যাপী মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মঞ্জুরুল ইসলাম মঞ্জু। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ রাশিদুল হক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোছাঃ নুর নাহার, ইউপি সদস্য মোহাম্মদ বক্তার আলী, মেলা উদযাপন কমিটির সভাপতি গোলাম মওলা সুমন এবং কর্মসূচি কর্মকর্তা উজ্জ্বল এককা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সপ্তাহিক যুগের খবর সম্পাদক এস এম নুরুল আমিন সরকার।দু’দিনব্যাপী মেলায় ১৩টি স্টলের মাধ্যমে কৃষি এবং জলবায়ু সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম প্রদর্শন করা হচ্ছে। বিকেলে গণনাটক ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।