কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের চিলমারীতে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চিলমারী উপজেলা শাখার উদ্যোগে উপজেলার রণপাগলীরতল সার্বজনীন কেন্দ্রীয় দূর্গা মন্দির থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন কুমার রায়, সাধারণ সম্পাদক ভারত চন্দ্র দাস, ডাঃ সঞ্জয় কুমার সরকার, শচীন্দ্র নাথ রায়, সাবেক সভাপতি ডাঃ সলিল কুমার বর্মণ, ধীরেন্দ্র বর্মণ, মনোরঞ্জন বর্ম্মণ বাবলু, মোহন চন্দ্র বর্মণ, বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের আহ্বায়ক কল্যাণ চন্দ্র বর্মণ, তুষার চন্দ্র বর্ম্মণ, প্লাবন শুভ্র, পল্লবী রায়, সংযুক্তা বর্ম্মণ প্রমুখ বক্তব্য রাখেন। পরে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।