কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের চিলমারীতে পূর্ব শত্রুতা এবং জমি জমা সংক্রান্ত জের ধরে সংঘর্ষে আহত হয়েছেন ৪জন। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার রমনা ব্যাপারী পাড়া এলাকায়। সংঘর্ষে আহত হয়েছেন মোখলেছুর রহমান (৩৯), ফুল মিয়া (৪৫), মোস্তাকিম (১৫), আনসার আলী (৫৫)।
অভিযোগ সুত্রে জানা যায়, দীর্ঘ কয়েক বছর ধরে জমি জমা নিয়ে ঐ এলাকার নুর আমিনের সাথে বিরোধ চলে আসছে। নুর আমিন এক পর্যায়ে কোর্টে মামলা করে। পরবর্তীতে থানাহাট ইউপি চেয়ারম্যান এর সহযোগিতায় আলাপ আলোচনার মাধ্যমে আপোষ মিমাংসা হয়। কিন্তু হঠাৎ করে আবার নুর আমিন বসতবাড়ি জবর দখল করার চেষ্টা করলে মোখলেছুর রহমান কোর্টে ১৪৪ ধারা জারি করে গত কয়েকদিন আগে চিলমারী মডেল থানায় লিখিতভাবে অভিযোগ করলে এখন পর্যন্ত ঘটনাস্থলে যাওয়ার সুযোগ পায়নি অফিসার ইনচার্জ। কিন্তু হঠাৎ করে মোখলেছুর রহমানের বসত বাড়ি জবর দখল করার চেষ্টা করে বাড়ি ঘর ভাংচুর করে নুর ইসলামসহ তার সাথের কয়েকজন। এতে বঁাধা দিকে মোখলেছুর রহমানগং এগিয়ে আসলে এক পর্যায়ে নুর আমিনগং তাদের উপর হামলা চালালে ঘটনাস্থলে আহত হয় ৪জন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এবিষয়ে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলামেরর সাথে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। ক্ষতিগ্রস্তরা বলছেন পুলিশকে আগামী জানানো হলেও অজ্ঞাত কারণে পুলিশ ঘটনার সময় উপস্থিতি না হয়ে ঘটনা ঘটার ঘন্টাখানে পরে মাত্র দু‘জন পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন। এদিকে শতাধিক নারী ও শিশু নুর আমিন গংদের বিচার দাবী চেয়ে একটি বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের বাসার সামনে অবস্থান করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার বাসায় ছিলেন না। বিষয়টি তাকে জানানো হলে তিনি অফিসার ইনচার্জকে প্রয়োজনীয় আইননুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেন।