কুড়িগ্রাম প্রতিনিধিঃ
দ্বিতীয় বারের মতো জেলা পরিষদ নির্বাচনে কুড়িগ্রামের চিলমারী উপজেলার নতুন সদস্য নির্বাচিত হয়েছেন মো.জামিনুল হক। তিনি তালা প্রতীক নিয়ে মোট ৪০টি ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বদ্বি মো.রেজাউল করিম লিচু নলকুপ প্রতীক নিয়ে পেয়েছেন ৩৮টি ভোট। সোমবার সারাদেশের ন্যায় কুড়িগ্রামের চিলমারী উপজেলায় থানাহাট এ ইউ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ে সকাল ৯টায় শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ৬ইউনিয়নের মোট ৮০জন জনপ্রতিনিধি তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। অপরদিকে ৭,৮ ও ৯ নং চিলমারী, রৌমারী ও রাজিবপুর উপজেলার সংরক্ষিত মহিলা সদস্য হিসাবে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক আবু আব্দুল্লাহ সিদ্দিক শুভ’র সহধর্মিনী মোছা.আরমিন নাহার বিন্দু ফুটবল প্রতীক নিয়ে ৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন