কুড়িগ্রাম প্রতিনিধি ঃ
কুড়িগ্রামের চিলমারীতে প্রধানমন্ত্রী কতর্ৃক ঘোষিত প্রতি উপজেলা হতে বছরে গড়ে ১০০০ জন দক্ষ যুব ও যুব মহিলাকে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থাকরন বিষয়ে জন সচেতনতা সৃজন করার লক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহী অফিসার এ ডব্লিউ এম, রায়হান শাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম। বিশেষ অতিথি হিসেবে উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল কুদ্দুছ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আছমা বেগম প্রমুখ। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, জন প্রতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সেমিনারে উন্মুক্ত আলোচনায় সব শ্রেণি পেশার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।