নাজমুল হুদা পারভেজঃ
কুড়িগ্রামের চিলমারীতে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন এমপি শুক্রবার (২৪ জুন) বেলা সাড়ে এগারোটায় তার নির্বাচনী এলাকা চিলমারী উপজেলার থানাহাট ইউপির ৯নং ওয়ার্ডের পানিবন্দি পরিবার গুলিকে সরেজমিনে দেখতে আসেন।্
এলরাকাটি পরিদর্শনের সময় সেখানে তিনি বন্যার্ত মানুষের খোঁজ খবর নেন। এরপর নামা চর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অসহায় ২০০ পরিবারের মাঝে প্যাকেজ ত্রাণ বিতরণ করেন। প্যাকেজে ছিল ১০ কেজি চাল, ৫০০ এমএল সয়াবিন, ১ কেজি চিড়া, ৫০০ গ্রাম মুড়ি, ৫০০ গ্রাম চিনি, ৫০০ গ্রাম মুশুর ডাল, ১ ডজন মোমবাতি, ১টি গ্যাস লাইট, ১ কেজি লবন । এরপর তিনি উপজেলার নয়ারহাট ইউনিয়নের ভাঙ্গন কবলিত দক্ষিণ খাউরিয়া স্কুল এন্ড কলেজে পরিদর্শন করেন এবং নদী ভাঙ্গন ঠেকাতে সেখানে জিও ব্যাগ ফেলে প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন করেন । এছাড়াও তিনি বড়ভিটার চরসহ বেশ কিছু এলাকা পরিদর্শন করেন ও বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরন করেন।
ত্রাণ বিতরণের সময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান আজাদ জামান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা চৌধুরী উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ।
এদিকে উপজেলা প্রশাসনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, টিসিবির কার্ডধারী ব্যক্তিরা টিসিবির মাল সংগ্রহ করতে পারবেন—১) তেল-২ লিটার (১১০*২=২২০/-) ২) ডাল-২ কেজি (৬৫*২=১৩০/-)৩) চিনি-২ কেজি (৫৫*২=১১০/-) মোট দাম ৪৬০.০০ ( চারশ টাকা মাত্র)। বিজ্ঞপ্তিতে এ ব্যাপারে সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান অথবা মেম্বা দের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *