রফিকুল হায়দার ( সিনিয়র ষ্টাফ রিপোর্টার) কুড়িগ্রামঃ
শুক্রবার কুড়িগ্রামের চিলমারী উপজেলার উত্তর রমনা মনির উদ্দিন নূরানী মাদ্রাসা পরিদর্শন ও মাদ্রাসার শিশু শীক্ষার্থীর মাঝে শীতকালীন বস্ত্র বিতরণ করেছেন দেশের বিশিষ্ট শিল্পপতি তাজ নিটিং ইন্ডাসষ্ট্রিজ লিমিটেড ও টেক্স টেক গার্মেন্টস লিঃ এর ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী মোঃ মতিয়ার রহমান।
বিকেলে তিনি উপজেলার ফ্রেন্ডশিপ এনজিও সংলগ্ন বিজয় নগর মোড়ের অবস্থিত নূরানী মাদ্রাসাটি পরিদর্শন করেন। এ সময় তিনি মাদ্রাসার শিশু ছাত্র-ছাত্রীদের লেখা-পড়াসহ মাদ্রাসা ব্যবস্থাপনার বিভিন্ন বিষয়ে খোঁজ-খবর নেন।পরিদর্শন কালে তিনি উক্ত এলাকার বিশিষ্ট ব্যক্তি ও গ্রামবাসীদের সামনে বক্তব্য প্রদান কালে বলেন, উত্তর রমনা মণির উদ্দিন নূরানী মাদ্রাসাটিকে তিনি পাকা বিল্ডিং তৈরি করে দেবেন । তিনি নূরাণী মাদ্রাসার পাশে একটি আবাসিক হাফিজিয়া মাদ্রাসা এবং পাশে জমি ক্রয় সাপেক্ষে সেখানে তিনি উক্ত এলাকার সাধারণ মানুষের সুবিধার্থে একটি কবর স্থান করে দিতে চান। এর পাশাপাশি তিনি বিজয় নগর মোড় সংলগ্ন সরদার বাড়ি জামে মসজিদ টি পাকা করণ ও বর্ধিত করণের ইচ্ছাও প্রকাশ করেন। বক্তব্য প্রদান কালে প্রকৌশলী মোঃ মতিয়ার রহমান বলেন , আমি ঢাকাতে থাকি। এ কাজটি স্থানীয় লোকজনকেই করতে হবে। সকলকে এই মসজিদ, মাদ্রাসা ও কবর স্থান উন্নয়নে সহযোগিতা করতে হবে, এগিয়ে আসতে হবে। আলোচনা শেষে তিনি উক্ত মাদ্রাসার ১২০জন শিশু শিক্ষার্থীর মাঝে শীত বস্ত্র বিতরণ করেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তির মধ্যে বিশিষ্ট লেখক,সাংবাদিক সহকারী অধ্যাপক নাজমুল হুদা পারভেজ, প্রভাষক মোঃ জাহাঙ্গীর আলম, আলী মোহাম্মদ, মোঃ এমদাদুল হক, রহমত আলী মাষ্টার, সাবেক প্রিন্সিপাল মওলানা ইউনুছ আলী, গিয়াস উদ্দিন, মাহফুজার (সার্জন), আমিনুল ইসলাম , জামাল উদ্দিন প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য প্রকৌশলী মোঃ মতিয়ার রহমান চিলমারী উপজেলার উত্তর রমনা গ্রামের মরহুম মণির উদ্দিনের পঞ্চম সন্তান। তিনি তার প্রয়াত পিতার নামে এই নূরাণী মাদ্রাসাটি চলতি বছরের শুরুতে প্রতিষ্ঠা করেছিলেন।