কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের চিলমারীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।
১০ জানুযারি বুধবার সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ চিলমারী উপজেলার শাখার পক্ষ থেকে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তােলন করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন, শহীদদের স্মরণে নিরবতা পালন ও বঙ্গবন্ধুসহ তার পরিবারের শাহাদাৎ বরণকারী সকল সদস্যর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মােনাজাত করা হয়। পরে একটি সহযাগী সংগঠনের সমম্বয়ে র্যালি ও উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যূরালে পুস্পস্তবক অর্পন করে বিশেষ মােনাজাত করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মাে. জাকির হােসেনের সভাপতিত্ব আলােচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম লিচু, সাংগঠনিক সম্পাদক মাঃ আশরাফুল ফরিদ প্রমুখ।