হুমায়ুন কবির সূয, কুড়িগ্রাম থেকে
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপূত্র নদ থেকে নিষিদ্ধ বাঘাইড় মাছ ধরায় এক মাছ বিক্রেতাকে জরিমানা করা হয়েছে। প্রায় ২৫ কেজি ওজনের মাছটি বন্যপ্রাণি (সংরক্ষণ ও নিরাপদ) আইনের পরিপন্থি হওয়ায় মাঝ বিক্রেতা সাজু মিয়াকে ৫শ’ টাকা জরিমানা করেন চিলমারী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান। পরে জব্দকৃত মাছটি স্থানীয় এক এতিমখানায় দেয়া হয়।
চিলমারী উপজেলা মৎস কর্মকর্তা মো. নুরুজ্জামান জানান, মাছ বিক্রেতা সাজু মিয়া ব্রহ্মপূত্র নদ থেকে ধরা ২৫ কেজি ওজনের বাঘাইড় মাছটি থানাহাট পাম্পের সামনে বিক্রি করার চেষ্টা করছিল। খবর পেয়ে বন বিভাগের লোকজনসহ মাছটি জব্দ করা হয়। পরে চিলমারী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান ভ্রাম্যমান আদালতে মাছ বিক্রেতা সাজু মিয়াকে ৫শ’ টাকা জরিমানা করে; জব্দকৃত মাছটি স্থানীয় এক এতিমখানায় প্রদান করেন।
কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. রেজাউল করিম জানান, সরকারি বিধিবিধান না মেনে অনেকে বিপন্ন প্রায় মৎস আহরণ করছেন। সরকারিভাবে তফশিলভুক্ত বিপন্ন প্রজাতির মাছ ধরা নিষিদ্ধ ও দন্ডনীয় অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে। সেই আলোকে সরকারের বন্যপ্রাণি সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ এর ধারা ৬ অনুযায়ী মাছটি জব্দ করা হয়েছে এবং ধারা ৩৯ অনুযায়ী ৫শ’ টাকা জরিমানা করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চিলমারী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান জানান, বিপন্ন প্রজাতির বাঘাইড় মাছ ধরার কারণে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপদ) আইনে ভ্রাম্যমাণ আদালতে মাছ বিক্রেতা সাজু মিয়াকে নগদ ৫শ টাকা জরিমানা ও মাছটি জব্দ করা হয়েছে।
![](https://asianbanglanews.com/wp-content/uploads/2023/01/GridArt_20230126_200330513-scaled.jpg)