চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
উত্তরের জেলা কুড়িগ্রামের চিলমারীতে গত ৫ দিন থেকে থেমে থেমে গুড়ি গুড়ি ও গত সোমবার মুষলধারে বৃষ্টি হয়েছে। এ বৃষ্টি আগাম শীতের আগমন ঘটায়। গতকাল মঙ্গলবার ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত কুয়াশার চাদরে আকাশ ঢাকা থাকায় শীত অনুভুত হয়। লোকজনকে গরম কাপড় পড়ে বের হতে দেখা গেছে। দুর পাল্লার বাস, ট্রাক সহ সাধারণ যানবাহন হেড লাইট জ্বালিয়ে চলাচল করতেও দেখা গেছে।