কুড়িগ্রাম প্রতিনিধিঃ
আমার ভাইয়ের রক্ত রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভূলিতে পারি? একুশে ফেব্রুয়ারি শহিদ দিবসও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১শে ফেব্রুয়ারী রাত ১২টা ১ মিনিটে কুড়িগ্রামের চিলমারী উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপজেলা পরিষদের পক্ষে উপজেলা চেয়ারম্যান রুকুনুজ্জামান শাহিন, প্রশাসনের পক্ষে উপজেলা নিবাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুর রহমান,আওয়ামীলীগের পক্ষে উপজেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম লিচু প্রমুখ। এছাড়া ও মুক্তিযোদ্ধা সংসদ,বিএনপি জাতীয় পাটি,চিলমারী মডেল থানা সহ সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। মঙ্গলবার সকালে বিভিন্ন সংগঠনের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া, আলোচনা সভাও পুরুস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।