শ্যামল কুমার, চিলমারী, কুড়িগ্রাম ঃ
কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পদে উপ নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার থানাহাট প্ইালট বালিকা উচ্চ বিদ্যালয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট এর আয়োজনে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এ সময় প্রশিক্ষণে কুড়িগ্রাম জেলা প্রশাসক মো: রেজাউল করিম, জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলম রাকিব, অতিরিক্ত পুলিশ সুপার ( বি সার্কেল উলিপুর) মো: আল মাহামুদ হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও)মো: মাহবুবুর রহমান, চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আনোয়ারুল ইসলাম, থানাহাট ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মিলন প্রমুখ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে প্রিজাইডিং ৪৫, সহকারী প্রিজাইডিং অফিসার ২৬৬, পোলিং ৫৩২ জন অংশগ্রহণ করেন।