কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে মাদক সেবনের দায়ে এক জনকে আটক করেছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়,শনিবার রাতে চিলমারী মডেল থানা পুলিশের অভিযানে সুরুজ আলীকে মাদক সেবনের দায়ে আটক করে এবং মাদক সেবনের সরঞ্জাম, কলকি উদ্ধার করেছে।
আটককৃত ঐ ব্যাক্তি উপজেলার থানাহাট ইউনিয়নের মাচাবান্দা এলাকার মোঃ ফজল উদ্দিনের ছেলে মোঃ সুরুজ আলী (৩৬)।
নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে রবিবার প্রেরন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ ( ওসি)মোঃ আনোয়ারুল ইসলাম।