নাজমুল হুদা পারভেজঃ-
গতকাল কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদক বিরোধী মানববন্ধন, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে “মাদক সেবন রোধ করি, সুস্থ সুন্দর জীবন গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২২ উদ্যাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোহাম্মদ রাশিদুল হকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আতিকুর রহমান, থানাহাট ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মিলন, রমনা মডেল ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম আশেক আঁকা প্রমুখ বক্তব্য রাখেন। এর আগে একটি র্যালি বের করা হয় এবং উপজেলা পরিষদের সামনে মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়।