নাজমুল হুদা পারভেজঃ
কুড়িগ্রামের চিলমারী উপজেলায় মাদক সেবনের দায়ে ০৭ জন গ্রেফতার করে আজ বুধবার চিলমারী মডেল থানা পুলিশ তাদেরকে কুড়িগ্রাম জেল হেফাজতে প্রেরণ করেছে। গ্রেফতার কালে ঘটনা স্থল থেকে পুলিশ ০২টি মোটর সাইকেল,০২টি কলকি,১০০ গ্রাম গাজা জব্দ জব্দ করেছে।

চিলমারী মডেল থানা সূত্রে জানাযায়, গত ১৬/১১/২১ ইং তারিখ দিবাগত রাতে চিলমারী থানার এসআই বরহানুল সুলতানুল আলম, এসআই আশেদৃজ্জামান, এএসআই জিল্লুর রহমান, এএসআই শফিকুল ইসলাম, কং/ আজাহার আলী এবং কং /আলমগীর বাদশা গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পুরাতন জোড়গাছ গরুহাট এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় ৭জন গাঁজা সেবনকারীকে গ্রেফতার করে। এ সময় ০২ জন গাঁজা সেবনকারী পুলিশের হাত ফসকিয়ে পালিয়ে যায় । ঘটনাস্থল হতে পুলিশ গাঁজা সেবনের কলকি ০২টি,গ্যাস লাইট ০২ টি, ১০০ গ্রাম গাজাসহ মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ০২টি মোটর সাইকেল উদ্ধার করে ।

পুলিশের হাতে ধৃত মাদকসেবীরা হল ১। মোঃ সোহেল রানা (৩০) পিতা-মৃত-আবু বক্কর সিদ্দিক গ্রাম-রমনা মিস্ত্রীপাড়া ২। মোখলেছুর রহমান (৪৬) পিতা-মোঃ নজির হোসেন সাং-জোড়গাছ নতুন বালাজান ৩। বদরুল আলম (৪৩) পিতামৃত-আহসান হাবিব ৪। আশরাফুল ইসলাম (২৬) পিতা-এসএম আব্দুল খলিল উভয় সাং-মুদাফৎ থানা বেলেরভিটা ৫। মোঃ চান মিয়া (৪০) পিতমৃত-আজিজুল হক ব্যাপারী সাং-খড়খড়িয়া ভট্টপাড়া ৬। মোঃ ফারুক মিয়া (৪০) পিতা-মোঃ নজির হোসেন সাং-জোড়গাছ মন্ডলপাড়া ৭। হোসেন আলী (২৩) পিতা-মোঃ জাহেদুল হক সাং-পশ্চিম খড়খড়িয়া সর্ব থানা-চিলমারী জেলা-কুড়িগ্রাম গনকে গ্রেফতার করা হয়।গ্রেফতারের পর মাদক সেবনকারীদের বিরুদ্ধে চিলমারী মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। চিলমারী থানার মামলা নং-০৪ তারিখঃ ১৭/১১/২১ ইং। আজ দুপুরে আসামীদেরকে কুড়িগ্রাম জেল হেফাজতে প্রেরন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *