কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে ইলিশ মাছ ধরা নিষেধাজ্ঞার কারণে বিপাকে পড়েছেন মৎস্যজীবিরা। এরই ধারাবাহিকতায় কার্ডধারী ২৮৭জন মৎস্যজীবিদের মাঝে চাল বিতরণ হয়েছে।
বুধবার বেলা ১১টার দিকে উপজেলার রমনা মডেল ইউনিয়ন পরিষদে ২৮৭জন কার্ডধারী মৎস্যজীবিদের মাঝে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়।
খাদ্য সহায়তা প্রদান কালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোছাঃ আছমা বেগম, উপজেলা মৎস্য অফিসার মোঃ নুরুজ্জামান খান, উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া ও যুব বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম (চাঁন), ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম আশেক আকা প্রমূখ।