কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ উপজেলা শাখার পরিচিতি ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে উপজেলা রিসোর্স সেন্টার (ইউআরসি) তে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ চিলমারীর আয়োজনে নবনির্বাচিত কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়।
এসময় সংগঠনের সভাপতি একেএম মোখলেছুর রহমান মাসুমের সভাপতিত্বে ভার্চুয়ালে যুক্ত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাহিনুর আলামিন, জেলা সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জাকির হোসেন বকসি, উপজেলা সাধারণ সম্পাদক জাহিদ হাসান পলাশ, রবিউল ইসলাম, রুকুনুজ্জামান, মোছাঃ মেঘলা, ফরিদা বেগম প্রমূখ।