কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে সংযোগ কানেক্টিং পিপল’র উদ্যোগে ১শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার থানাহাট ইউনিয়নের পুটিমারী ও রমনা ইউনিয়নের বেলের ভিটা এলাকার ১শতাধিক শিতার্ত মানুষের মাঝে হুডি ও সোয়েটার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের রবিউল ইসলাম, জাহাঙ্গীর আলম, শামীম আকতার, আসিফ, মিথুন, আল আমিন, নুর আলম, সৌরভ, সীমান্ত প্রমুখ।অপর দিকে সকালে ইচ্ছেঘুরি ফাউন্ডেশনের উদ্যোগে রমনা ইউনিয়নের চিলমারী উচ্চ বিদ্যালয় মাঠে ১৭২ জন অসহায় মানুষের মাঝে কম্বল করা হয়। এসময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক মাইদুল ইসলাম, ইচ্ছেঘুড়ি ফাউন্ডেশনের রংপুর জোনের আব্দুল্লাহ আল মামুন, মেহেদী হাসান, মাহির আহনাফ, নাহিদ, গাজী সোয়াদ, জারিফ প্রমুখ।