কুড়িগ্রাম (চিলমারী) সংবাদদাতা:
কুড়িগ্রামে রচিলমারীতে শেখ কামালের ৭২ তম জন্মবাষিকী পালিত। দিবসটি উপলক্ষে আলোচনাসভা, গাছ বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জৈষ্ঠ্য পুত্র বীরমুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্প্যমাল্য অর্পণ করা হয়। এসময় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদচেয়ারম্যান মোঃ শওকত আলী সরকার বীরবিক্রম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুর রহমান, চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আনোয়ারুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউলকরিম লিচু, যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফা রঞ্জু প্রমূখ ।