নাজমুল হুদা পারভেজ ঃ
গতকাল সমবার কুড়িগ্রাম জেলার চিলমারীতে রেডিও চিলমারী ৯৯.২ এফএম এর পক্ষ থেকে সকল ধরনের সহিংসতা ও সহিংসতাজনিত মৃত্যুহার উল্লেখযোগ্য পরিমাণে কমিয়ে আনা শীর্ষক একটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
সকালে উপজেলা পরিষদ ল্যাব কমন রুমে আয়োজিত অনুষ্ঠানে আয়োজিত সংলাপ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিলমারী মডেল থানার অফিসার ইন চার্জ মোঃ আনোয়ারুল ইসলাম, উপজেলা পুরুষ ভাইস চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান আজাদ জামান ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আছমা চৌধুরী । চিলমারী প্রেসক্লাবের সভাপতি এস,এম নুরুল আমিন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে সংলাপে অংশ গ্রহণ করেন সহকারী অধ্যাপক, উপজেলা মাধ্যমিক অফিসার মোঃ তাহের আলী, রেডিও চিলমারীর ষ্টেশন ইনচার্জ বশির আহমেদ, সহকারী অধ্যাপক, লেখক ও সাংবাদিক নাজমুল হুদা পারভেজ, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোঃ রেজাউল করিম লিচু, থানাহাট ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মিলন, রমনা ইউপি চেয়ারম্যান মোঃ আজগার হোসেন,বীর মুক্তিযোদ্ধা মোঃ মোজাফ্ফর হোসেন, প্রেসক্লাব চিলমারীর সভাপতি মোঃ গোলাম মাহাবুব, সাংবাদিক সাওরাত হোসেন সোহেল, সাংবাদিক নজরুল ইসলাম সাবু, প্রাত্রখাতা রিয়াজুল জান্নাহ মাদ্রাসার সুপার মোঃ আব্দুল আজিজ আকন্দ প্রমুখ।
মুক্ত সংলাপে সকল ধরনের সহিংসতা ও সহিংসতাজনিত মৃত্যুহার উল্লেখযোগ্য পরিমাণে কমিয়ে আনার ক্ষেত্রে নতুন আইন তৈরি ও বিদ্যমান আইনের প্রয়োগ, নারীদেরকে শিক্ষিত করে অর্থনৈতিক উন্নয়নে কাজে লাগানো, যে কোন বিরোধ শান্তিপূর্ণ ভাবে সমাধান, নারীদেরকে প্রশিক্ষণের মাধ্যমে সামর্থ্য বাড়ানো,নারীদের ভোট প্রয়োগে উৎসাহিত করা,দারিদ্র্য সম্পর্কে সচেতনতা বাড়ানো, সামাজিক সচেতনতা বৃদ্ধি, শিক্ষার পাঠ্য বইয়ে সহিংসতা এবং এর কুফল অর্ন্তভূক্ত করা, পণ্যগ্রাফীর অনলাইন সাইট বন্ধ এবং শিশু- কিশোরদের হাতে মোবাইল তুলে না দেয়া, মাদক ও বাল্য বিবাহ বন্ধসহ রাজনৈতিক ক্ষমতার দ্বন্ধে পেশি শক্তি ব্যবহার না করার বিষয়গুলি উঠে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *