কুড়িগ্রাম প্রতিনিধি:
চিলমারী উপজেলার দীর্ঘ মেয়াদি উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের নিমিত্তে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে সদ্য যোগদানকারী মাহবুবুর রহমান এর সাথে উপজেলায় কর্মরত সংবাদকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
সভায় উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমান’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীর বিক্রম, সহকারী কমিশনার (ভূমি) গোলাম ফেরদৌস, জেলা পরিষদ সদস রেজাউল করিম লিচু, চিলমারী প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম সাবু, প্রেসক্লাব চিলমারী সভাপতি গোলাম মাহবুব, সাংবাদিক নাজমুল হুদা পারভেজ, এসএম নুরুল আমিন প্রমূখ।
সভায় উপজেলার সার্বিক কল্যাণে সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন ইউএনও।