কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে স্কুলের শিক্ষার মানোন্নয়নে নজর দেয়ার আহবান জানিয়ে স্কুল পরিদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোছাঃ আছমা বেগম।
বুধবার এক অনুষ্ঠান শেষে ফেরার পথে চিলমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে হঠাৎ করে গাড়ি থামিয়ে নেমে পড়েন। এসময় স্কুলের শ্রেণি কক্ষ পরিদর্শন করে। পরে প্রতিষ্ঠানের শিক্ষার্থী-শিক্ষকদের সাথে স্কুলের সমস্যা, সম্ভাবনা এবং শিক্ষার মান কিভাবে এগিয়ে নেয়া যাবে সেই সম্পর্কে আলোচনা করেন।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোছাঃ আছমা বেগম বলেন, চিলমারী উপজেলার শিক্ষার পরিবেশ কে এগিয়ে নেয়ার জন্য আমার এই পরিদর্শন। আমি সময় পেলে শিক্ষা প্রতিষ্ঠান গুলো পরিদর্শন করব।
এবিষয়ে চিলমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান সাজু বলেন, এই প্রথম একজন জনপ্রতিনিধি আমার স্কুল পরিদর্শন করেছেন। এজন্য উপজেলা চেয়ারম্যান মহোদয় কে ধন্যবাদ জানাই।
পরিদর্শন কালে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা নুরুজ্জামান খান, একাডেমিক সুপারভাইজার আব্দুল হালিম, উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া ও যুব বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম (চাঁন) প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *