শ্যামল কুমার, চিলমারী প্রতিনিধি :
কুড়িগ্রামের চিলমারীতে ইয়াবা সহ খায়রুল ইসলাম (৪৪) নামের এক ব্যাক্তি কে আটক করেন, চিলমারী মডেল থানা পুলিশ। আজ বুধবার রাত ১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই আহসান হাবিবের নেতৃত্বে উপজেলার শামচপাড়া এলাকা থেকে ২২০ পিচ ইয়াবাসহ আটক করতে সক্ষম হয়। খায়রুল ইসলাম দীর্ঘ দিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন। চিলমারী মডেল থানার তদন্ত অফিসার প্রাণকুমার কৃষ্ণর সাথে কথা হলে তিনি জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান। আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নাম্বর ০১।