কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামর চিলমারীত দাতা সংস্া বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) ও কাইকার সহায়তায় টরডস্ হামস্ ফাউন্ডশন (টিডিএইচএফ) এর উদ্যাগ সক্ষমতার মাধ্যম দারিদ্রতা দূরীকরণ প্রকল্পর প্রগ্রস রিভিউ মিটিং অনুষ্ঠিত হয়ছ।
বহস্পতিবার বলা ১১টার সময় টিডিএইচ ফাউন্ডশনর সভাকক্ষ অনুষ্ঠিত প্রগ্রস রিভিউ মিটিং এ প্রধান অতিথি হিসব উপজলা চয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম, বিশষ অতিথি হিসব উপজলা নির্বাহী অফিসার এ, ডব্লিউ, এম রায়হান শাহ্, মহিলা ভাইস চয়ারম্যান মাছাঃ আছমা বগম, ডব্লিউএফপি‘র রংপুর সাব অফিস প্রধান বিথিকা বিশ্বাস, থানাহাট ইউপি চয়ারম্যান মাঃ আব্দুর রাজ্জাক মিলন, সাপ্তাহিক যুগর খবর সম্পাদক এস, এম নুরুল আমিন সরকার, টিডিএইচ ফাউন্ডশনর প্রাগ্রাম ম্যানজার মাঃ এরশাদুল হক, ফিল্ড ফ্যাসিলিটটর কাজল কুমার ভমিক, দনিক মানবজমিন প্রতিনিধি মাঃ সাওরাত হাসন সাহল প্রমুখ উপস্তি থক বক্তব্য রাখন। সভায় সরকারি বিভিন দপ্তরর কর্মকর্তা, সাংবাদিক, এনজিও কর্মী ও ইউপি চয়ারম্যানগণ উপস্তি ছিলন।