অবশেষে কুড়িগ্রামের চিলমারী উপজেলার মেধাবী শিক্ষার্থী মোছাঃ রিমা আক্তার রিভার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহে ভর্তির দায়িত্ব নিলেন চিলমারী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শিক্ষানুরাগী ও সুমন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এইচ, এম রহিমুজ্জামান সুমন।
সোমবার সকালে উপজেলার শামছপাড়া এলাকায় রহিমুজ্জামান সুমনের বাড়ীতে রিভার হাতে বাকৃবিতে ভর্তির প্রয়োজনীয় অর্থ তুলে দেন তার বাবা এ,আর, এম নুরুজ্জামান বকুল। এসময় উপস্থিত ছিলেন সাপ্তাহিক যুগের খবর পত্রিকার সম্পাদক এস, এম নুরুল আমিন সরকার ।
শিক্ষানুরাগী এইচ, এম রহিমুজ্জামান সুমন বলেন, সুমন ফাউন্ডেশন দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ার জন্য সহযোগিতা করে আসছে। সুমন ফাউন্ডেশন সব সময় হতদরিদ্রদের সাথে থেকে কাজ করতে চায়।
উল্লেখ্য, গত ২১ডিসেম্বর বিভিন্ন প্রত্রিকায় “অর্থাভাবে বাকৃবিতে ভর্তি অনিশ্চিত রিভার” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হলে সংবাদটি সুমন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এইচ, এম রহিমুজ্জামান সুমনের দৃষ্টি গোছর হয়। পরে তিনি রিমা আক্তার রিভার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ময়মনসিংহে ভর্তির দায়িত্বভার গ্রহনের ঘোষনা দেন এবং রোববার ভর্তির জন্য প্রয়োজনীয় অর্থ প্রদান করেন। এছাড়াও ছাত্রী রিভারকে প্রতিমাসে ব্যক্তিগত ভাবে ১ হাজার করে টাকা প্রদানের অঙ্গিার করেন মানবজমীন চিলমারী প্রতিনিধি মোঃ সাওরাত হোসেন সোহেল।