কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারী উপজেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রুকুনুজ্জামান শাহীন। প্রাপ্ত বে-সরকারী ফলাফলে তিনি আনারস প্রতিকে ১৬২০৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী সোলায়মান আলী সরকার নৌকা প্রতিকে পান ১৪৩৬২ ভোট।
এর আগে সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ভোট গ্রহণ শেষ হয় বিকেল ৪টায়। ইলেক্ট্রিক ভোটিং মেশিন (ইভিএম) এ ভোট প্রয়োগ করেন ভোটাররা। নির্বাচনে মোট ৫ প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। উল্লেখ্য গত ২২ আগষ্ট ৭১’র খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা শওকত আলী সরকার
বীরবিক্রম মারা গেলে চিলমারী উপজেলা পরিষদের আসনটি শুণ্য হয়।