গতকাল মঙ্গলবার কুড়িগ্রামের চিলমারী মহিলা ডিগ্রী কলেজের নব নির্মিত শহীদ মিনারের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নব নির্মিত শহীদ মিনারের ফিতা কেটে শুভ উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য, কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাফর আলী। এ সময় উপস্থিত ছিলেন চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কুদ্দুস সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা বেগম জেলী, জেলা পরিষদ সদস্য রেজাউল করিম লিচু, চিলমারী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ফজলুল হক, অধ্যক্ষ জাকির হোসেন, প্রাক্তন শিক্ষক আলহাজ্ব দেলোয়ার হোসেন, প্রাক্তন চেয়ারম্যান হালিমুজ্জামান বাবলুসহ কলেজের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক কর্মচারী বৃন্দ, ছাত্রী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নব নির্মিত শহীদ মিনারটি কুড়িগ্রাম জেলা পরিষদের অর্থায়নে নির্মিত হয়েছে।